জেলা

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভোটের বলি আরও এক তৃণমূল কর্মী

ভোটের বলি আরও এক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মৃত এক তৃণমূল কর্মী। মৃতের নাম, মইদুল শেখ। পঞ্চায়েত ভোটের দিন বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরে গুরুতর জখম হন মইদুল। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মইদুলের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের চর বাজিতপুর এলাকায়।