এক নাগাড়ে বৃষ্টি শুরু হিমাচল প্রদেশে। এক নাগাড়ে বৃষ্টির জেরে কুলুতে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। কুলুর পাশাপাশি মান্ডিতেও বিপদসীমার উপর দিয়ে নদী বইতে শুরু করেছে। এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায়, রবিবার রাত থেকে হিমাচল প্রদেশে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। মান্ডির নাগওয়াই গ্রামে বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলে, সেখান থেকে পরপর ৬ জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। মান্ডির একটি ভিডিয়ো সামনে এসেছে। সংবাদসংস্থা এএনআইয়ের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়িঘরের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তার দুধারে রয়েছে দোকান, রেস্টুরেন্ট। সেই গোটা রাস্তাটা ভেসে যাচ্ছে হড়পা বানে। শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের চিত্কার। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের ৭৬৫টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে চণ্ডীগড়-মান্ডি জাতীয় সড়কও। পর্যটক-সহ বহু মানুষ আটকে পড়েছেন লাহুল,স্ফীতি, সোলান ভ্যালি সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। গত ৪৮ ঘণ্টায় রাজ্যে ২০টি বড় ধস ও ১৭টি হড়পা বানের ঘটনার খবর পাওয়া গিয়েছে। তিরিশটি বড় বাড়ি ভেঙে পড়েছে। রাভী, বিয়াস, সাটলেজ, সোয়ান, চেনাব-সহ রাজ্যের অধিকাংশ নদী ফুঁসছে।