দেশ

নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

দুই মাসের ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার তিনদিনের মধ্যেই আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। নিজের বন্দুকের গুলিতেই জীবন শেষ করেছেন তিনি। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামৌতে। কী কারণে ওই জওয়ান নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পালামৌর সহকারী পুলিশ সুপার ঋষভ গর্গ জানিয়েছেন, রাঁচি থেকে ১৮০ কিলোমিটার দূরে চিয়ানকি গ্রামে অবস্থিত সিআরপিএফের ১১২ ব্যাটিলিয়নের সদর দফতরে কর্মরত ছিলেন প্রাঞ্জল নাথ। অসমের তেজপুরের বাসিন্দা ৩১ বছর বয়সী জওয়ান সম্প্রতি দুই মাসের ছুটি কাটিয়ে গত ৮ জুলাই কাজে যোগ দিয়েছিলেন। এদিন সকালে আচমকাই শিবিরে নিজের মাথা লক্ষ্য করে গুলি চালান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাঞ্জলের। মৃতদেহ উদ্ধার করে মেদিনিরাই মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’