দু’বছর পর জেলমুক্ত হলেন ছত্রধর মাহাত৷ আগে একটি মামলায় জামিন পেয়েছিলেন৷ এ বার আরও একটি মামলায় জামিন পেলেন তিনি৷ এর ফলে পুরোপুরি জেলমুক্ত হলেন তিনি৷ তবে তিনি জামিন পেয়েছেন কড়া শর্তে৷ আদালতের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ ছত্রধরের জামিন মঞ্জুর করেন৷ তবে আদালত একাধিক শর্ত দিয়েছে এই মুক্তিতে৷ আগে একটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি৷ এ বার রাজধানী নাশকতা মামলায় কড়া শর্তে এ বার জামিন পেলেন৷ তবে ছত্রধরের পাঁচ জেলায় প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জানানো হয়েছে৷ আদালত জানিয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ছত্রধরের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পাশাপাশি, সপ্তাহে একদিন এনআইএ অফিসারের কাছে হাজিরা দিতে হবে ছত্রধরকে৷ এনআইএ-এর কাছে ঠিকানা, মোবাইল নম্বর জানাতে হবে এনআইএ-একে৷ পাশাপাশি তদন্তে সহযোগিতাও করতে হবে৷