মোদি পদবি মামলায় সাজা স্থগিতের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে ওই আর্জির শুনানির দাবি জানিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতির আইনজীবী অভিষেক মণু সিঙঘভি। সেই আর্জিতে সাড়া দিয়ে আগামী ২১ জুলাই মামলা শুনতে রাজি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত শনিবারই গুজরাত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। সুরাতের নিম্ন আদালত মানহানির মামলায় তাঁকে যে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন তা স্থগিতের আর্জি জানিয়েছিলেন। পাঁচ বছর আগে কর্নাটকের কোলারে এক নির্বাচনী সভায় নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসিদের টাকা লুঠ করে দেশত্যাগ নিয়ে খোঁচা দিতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন বলে অভিযোগ তুলে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সুরাত আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন গুজরাতের সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। ওই মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শোনান সুরাতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই রায়ের পরের দিনই নজিরবিহীন তৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।


