কলকাতা

বেহালায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরানোর চেষ্টা

কলকাতাঃ বেহালা পূর্বের এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার মধ্যরাতে তিন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষের বাড়িতে হামলা চালায়। বাড়ির সামনে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন প্রসেনজিৎ ও তাঁর মা। স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভান। অভিযোগ, গত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মীরা প্রসেনজিৎ ও তাঁর মায়ের ওপর চড়াও হচ্ছেন। নানাভাবে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর রাস্তায় সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। তাতে দেখা যাচ্ছে, তিন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাঁদের বাড়ির মেইন গেটের সামনে আগুন ধরাচ্ছে। শুক্রবার সকালে বেহালা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যদিও এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।