অশান্ত ভাঙড়ের আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব কলকাতা কলকাতা পুলিশের কাঁধে সঁপে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর বডিগার্ড লাইনে এক অনুষ্ঠানে তিনি বারুইপুর জেলা পুলিশের হাত থেকে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার কথা জানান। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়ের জন্য নতুন ডিভিশন খোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য প্রশাসনের কাছে বড় অস্বস্তি হয়ে দাঁড়িয়েছিল ভাঙড়। মনোনয়ন পর্ব জমা দেওয়ার আগে যে অশান্তি শুরু হয়েছিল, তা ভোটের ফলাফল ঘোষণার পরেও জারি রয়েছে। বোমাবাজি থেকে গুলির লড়াই কিছুই বাদ যায়নি। দুই পক্ষের গুলির লড়াইয়ে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীও প্রাণ হারিয়েছেন। অভিযোগ উঠেছে, এলাকার ক্ষমতা দখলে রাখতে পরিকল্পিতভাবেই অশান্তি পাকাচ্ছে নওশাদ সিদ্দিকির আইএসএফ। যদিও ভাঙড়ের বিধায়ক অশান্তির দায় রাজ্যের শাসকদলের কাঁধেই চাপিয়ে দিয়েছেন। নতুন করে যাতে আর অশান্ত হতে না পারে তার জন্য ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছিল দক্ষিভণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বারুইপুরের পুলিশ আধিকারিকরা সংবেদনশীল এলাকা ঠিকমতো সামলাতে পারছিলেন না বলে অভিযোগ উঠেছিল। তাই কলকাতা পুলিশের হাতেই ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।