কলকাতা: কলকাতা এবং বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ উঠে গিয়েছে আদালতের নির্দেশে। কলকাতা হাইকোর্ট বলেছে, তদন্তের স্বার্থে সিবিআই রাজীব কুমারকে যেকোনও সময় গ্রেফতার করতে পারেন। তারপর থেকেই রাজীব কুমার কোথায় তা জানা যাচ্ছে না। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পি চিদাম্বরমও পালিয়ে বাঁচতে পারেনি রাজীব কুমারও পারবেন না।এদিন দিলীপ বলেন, “চিদাম্বরমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছেন, সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, তাঁরা আজ সিবিআই এর ভয়ে ভীত। সিবিআই যদি মনে করে কাউকে গ্রেফতার করবে, সে মাটির তলায় লুকোতে পারবে না। চিদাম্বরমের মতো বড় ও ভারী নেতাকে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছে।”দিলীপ বলেছেন, “পালিয়ে কেউ বাঁচতে পারবে না সে টা আইপিএস অফিসার হিসেবে রাজীব কুমার বোঝেন। তদন্তে সহযোগিতা করা উচিত। এতবড় কেলেঙ্কারি হয়েছে, মানুষ যাতে ন্যায় পায়।”দিলীপকে প্রশ্ন করা হয়, শোনা যাচ্ছে , রাজীব কুমার কলকাতাতেই আছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। সোমবার সুপ্রিম কোর্টে যেতে পারেন। দিলীপের জবাব, উনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। চিদাম্বরমও সুপ্রিম কোর্টে গিয়েছিল। ওনার যাওয়ারও অধিকার আছে।