সব জল্পনার অবসান। আগামীকাল বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন শাহবাজ শরিফ। সেই সঙ্গে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় সংসদ ভাঙ্গার জন্যও সুপারিশ করবেন। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা। ২০১৮ সালের ১৩ অগস্ট বর্তমান জাতীয় সংসদ শুরু হয়েছিল। আগামী ১২ অগস্ট জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। ওই মেয়াদ শেষের তিন দিন আগে ভেঙ্গে দেওয়া হচ্ছে জাতীয় সংসদ। তার পিছনেও রয়েছে বিশেষ রাজনীতি। তার কারণ, ১২ অগস্ট সংসদ ভেঙ্গে দিলে আগামী ৬০ দিনের মধ্যে অর্থাৎ ১২ অক্টোবরের মধ্যে ভোট করাতে হতো। কিন্তু আগে ভেঙ্গে দেওয়ায় ৯০ দিন সময় পাওয়া যাবে। অর্থাৎ ৯ নভেম্বর ভোট করালেই চলবে। গত কয়েকদিন ধরেই সংসদ ভেঙ্গে দেওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এদিন এক অনুষ্ঠানে আগামিকাল বুধবার জাতীয় সংসদ ভাঙ্গার ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সঙ্গে আগামিকালই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন তিনি। তবে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হবে তা খোলসা করেননি শাহবাজ। সরকারের শরিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে তদারকি সরকারের প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা করেছেন। সূত্রের খবর, কোনও নাম নিয়ে এদিন রাত পর্যন্ত ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতৃত্ব দেশের বর্তমান অর্থমন্ত্রী ইশহাক দারকে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে চাইছে।