কলকাতাঃ দিলীপবাবুকে দেখে দুঃখ লাগছে। তিনি জানেনও না কে কোথায় প্রার্থী হবে! মুকুল রায় সব কিছু এখন দিল্লিতে করে দিয়েছে। টিভি দেখে জানতে হচ্ছে, দলের নতুন লোকেদের আসা-যাওয়া। ওঁর অবস্থা দেখে কষ্ট হচ্ছে। শুক্রবার এই মন্তব্য করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। অর্জুন সিংয়ের দলত্যাগ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘যে যেখানে খুশি যেতে পারে। আমার কিছু বলার নেই। কিন্তু বিজেপি একটা পুরোনো দল। দলে মুকুল রায়ের প্রভাব বেড়ে গেছে। এখন দিল্লি থেকে উনি সব করছেন। এখানে মুরলী ধর লেনের অফিসটা রাখার আর কী দরকার আছে? সব যোগদান হচ্ছে দিল্লিতে। দিলীপ ঘোষকে হজম করতে হচ্ছে। দিলীপবাবু ভয় পাচ্ছেন। নিজের অস্তিত্ব রক্ষার জন্য উনি এখানে সাংবাদিক সম্মেলন করছেন। বিজেপি-র পরিচিত মুখ রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, রীতেশ তিওয়ারির মতো লোকেদের কোনও মূল্য আছে বলে তো দেখছি না। তৃণমূল থেকে যিনি গেছেন, তিনিই নেতৃত্ব নিয়ে নিয়েছেন।’ দেখুন ভিডিও –