মালদা

গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের

হক জাফর ইমাম, মালদা: গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। শনিবার শতাধিক ছাত্র-ছাত্রী গৌড় মহাবিদ্যালয়ের সামনে মালদা গাজোল ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল হয়। প্রায় ঘন্টা খানেক চলে অবরোধ। শেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ছাত্রছাত্রীরা জানান, তারা স্থানীয় ছাত্র-ছাত্রী। প্রথম বর্ষে ভর্তির জন্য বারবার তারা আবেদন করছেন অনলাইনে। মেরিট লিস্টে তাদের নামও উঠেছে। অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। প্রতিবাদে আজ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শামিল হয়। তাদের ভর্তি না নেয়া হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেয়। ছাত্রছাত্রীরা আরো জানান তারা বার বার টাকা খরচ করে ফর্ম ফিলাপ করছেন। অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না জলে যাচ্ছে তাদের টাকা। অন্যদিকে ছাত্রছাত্রীদের এই অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মালদা থানার আইসি শান্তি নাথ পাঝার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।