বন্দেভারতের টিকিট কাটলেও শেষ মুহূর্তে সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরায় সফর করে গন্তব্যে রওনা হতে হল যাত্রীদের। জানা গিয়েছে, আজ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দেভারত প্রযুক্তিগত ত্রুটির কারণে নিজের আসল কোচ নিয়ে যাত্রা শুরু করতে পারেনি। শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে বন্ধে ভারতের রেক দেওয়া যায়নি। ফলে সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরা জুড়ে একটি ট্রেন তৈরি করতে হয়েছিল। বন্দে ভারতের টাকা দিয়ে টিকিট কেটে সাধারণ এক্সপ্রেস ট্রেন পাওয়ায় ব্যাপক ক্ষুব্ধ হন যাত্রীরা। আবার আজকের বন্দে ভারতে উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কিন্তু বন্দে ভারত না পেয়ে তার পরিবর্তে দেওয়া সাধারণ এক্সপ্রেস ট্রেনে যেতে হয় তাকে।