জওয়ান-জ্বরে কাবু দেশ। আজ ভোর থেকে দেশের কোনায় কোনায় শাহরুখের ‘জওয়ান’-এর শোরগোল। কলকাতা থেকে শুরু করে চেন্নাই, সারা দেশের চিত্রটা একই রকম। ভক্তদের হুল্লোড়, উল্লাসধ্বনিতে মেতে উঠেছে সিনেমা হলগুলি। কোথাও ঢোল, মালা, নারকেল নিয়ে চলছে সেলিব্রেশন কোথাও আবার কেক থেকে কালার বম্ব, উন্মাদনায় ভাঁটা নেই। সারা দেশ জুড়ে শাহরুখ সাইক্লোন। সেলিব্রেশনে এগিয়ে রয়েছে কলকাতাই। সকাল ৫ টায় প্রথম শো দেখা যায় কলকাতাতে। তবে পিছিয়ে নেই মুম্বইও। সেখানেই একটি ব়্যালি বের হয় সকাল সাড়ে ৫টায়। ভোর ৬টায় শো শুরুর আগে ব়্যালি করে তাঁরা শাহরুখকে ওয়েলকাম জানান। ভোর ৫টার একটি ব়্যালি টুইট করে শাহরুখ লেখেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। ছবিটা এনজয় করো। তোমরা শো দেখতে যাবে এটা দেখার জন্য আমি সারারাত জেগে। অনেক ভালোবাসা ও ধন্যবাদ।’ দেশের একাংশ ইতিমধ্যে ছবিটি দেখে এসে নিজেদের মতামতও প্রকাশ করে ফেলেছেন। এরই মধ্যে এক্স-এ (পূর্বে যা ট্যুইটার নামে প্রচলিত ছিল) চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেলের পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি লিখেছেন, ‘প্রথম অর্ধ অপূর্ব! কোনও হিন্দি ছবিতে এত ভাল ইন্টারভাল দেখিনি। এতদিন দক্ষিণী ছবির দর্শকেরা যে মজা পেয়ে এসেছেন. বলিপ্রেমীরা এবার সেই আনন্দ উপভোগ করবেন।’ ছবির প্রথম ভাগ শেষ হওয়ার আগেই বড় ধামাকা উপহার পেতে চলেছেন দর্শকেরা। যা এই ছবিতে অন্য মাত্রা যোগ করেছে। ভক্তদের মতে, এমন ছবি হিন্দিতে এর আগে দেখা যায়নি। কেবল ভক্তরা নন, ইন্ডাস্ট্রির অন্দরেও হইহই পড়ে গিয়েছে শাহরুখের এই ছবি নিয়ে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মতে এমন ছবি দেখতে দেখতে আবেগে ভেসে যেতে হয়, গায়ে শিহরণ জাগানো রোমাঞ্চ গোটা ছবিজুড়ে।