দেশ

লক্ষ্য বালাকোট, নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি বর্ষণ পাকিস্তানের

শ্রীনগর: দুদিন আগেই সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনার মারে খতম হওয়া জওয়ানদের মৃতদেহ আন্তর্জাতিক সীমান্ত থেকে তুলে নিয়ে যায় পাকিস্তান সেনা। যা ভারতীয় সেনার ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে৷ তবে তার পরেও নির্লজ্জ পাকিস্তান৷সোমবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত পাকিস্তান সীমান্ত৷ বালাকোটের নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে পাকিস্তানের গুলি বর্ষণ শুরু হয়৷ রবিবার রাত থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্স৷ সোমবার সকালে তার মাত্রা বাড়ে৷জম্মু কাশ্মীরের বালাকোট লক্ষ্য করে এই হামলা চলে৷ প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও৷ এখনও গুলির লড়াই চলছে৷ রবিবার দুপুরে বালাকোটের বাসিন্দারা ১২০ মিমির মর্টার শেল উদ্ধার করেন৷ এই বোমাটি অক্ষত অবস্থায় গ্রামের ভিতরেই পড়েছিল৷ তবে মর্টারটি ফাটলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল৷ সেনা সূত্রে খবর, মর্টারটির ওপর পাক চিহ্ন প্রমাণ করছে, পাকিস্তানি সেনারাই এই মর্টার হামলা করেছে৷মর্টারটি খুব সাবধানে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সেনা৷ পরে নিরাপদ জায়গায় মর্টারটি ফাটিয়ে ফেলা হয়৷ গ্রামবাসীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লাগাতার সীমান্তে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে শেলিং চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। শুধু সেনা ছাউনি টার্গেট করাই নয়, একেবারে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকেও টার্গেট করছে পাকিস্তান সেনা।