কলকাতা

রাজভবনের সামনে প্রতিবাদে প্রাক্তন উপাচার্যরা

রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত বাড়ছে দিনে দিনে। একাধিক বিষয়ে দু’ পক্ষের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অতি সম্প্রতি উপাচার্য নিয়োগ এবং রাজ্যপালের নিজেকে উপাচার্য ঘোষণা করা নিয়ে জোর চর্চা হয়েছে রাজ্য জুড়ে। চর্চা তুঙ্গে ওঠে রাজ্যপালের বৃহস্পতিবারের বার্তার পর। এই পরিস্থতিতে শুক্রবার রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল জামানায় যাঁরা উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের সংগঠন, দ্য এডুকেশনিস্ট’স ফোরাম আজ পৌঁছে গিয়েছে রাজভবনের সামনে। আগেই সংগঠন অভিযোগ করেছিল, বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা প্রক্রিয়া নিয়ে মিথ্যে কথা বলেছেন রাজ্যপাল। তারপরেই নিজেদের প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে।  রাজভবনের সামনে বিক্ষোভ নতুন নয়। নানা সময়ে একাধিক রাজনৈতিক দল সেখানে গিয়ে বিক্ষোভ, প্রতিবাদ দেখিয়েছে। তবে এবার পথে নেমেছেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা। প্রতিবাদ কর্মসুচিতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সহ বহু বিশিষ্ট জন আজকের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। রাজ্যপালের পরপর গৃহীত একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের আজকের জমায়েত। তাঁদের বক্তব্য, আইন মেনে কাজ করুন রাজ্যপাল, একই সঙ্গে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।