সংঘাত চরমে। শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির ১৯ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ব্রাত্যর ডাকা বৈঠকে এলেন মাত্র ১২ জন রেজিস্ট্রার। ‘রাজভবন থেকে মেসেজ করে নিষেধ করা হয়েছে রেজিস্ট্রারদের’। বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। হাড়হিম করা ঠান্ডা সন্ত্রাস কে তৈরি করছে? রাজ্যপালকে নিশানা করে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। গরহাজির রেজিস্ট্রারদের শোকজ করছে উচ্চশিক্ষা দফতর: সূত্র। রাজ্যপালকে ফের বাছাই বিশেষণে বিদ্ধ করলেন শিক্ষামন্ত্রী। ‘ভেবেছিলাম খলজি সম, আসলে মহম্মদ বিন তুঘলক’। ‘উনিই বিচারক, উনিই ফাঁসুড়ে, পুতুল খেলা খেলছেন’। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ‘সিপিএম আমল হলে ১৬টি বিশ্ববিদ্যালয়েই সন্তোষ ভট্টাচার্য হতেন’। ‘ভাঙচুর হত বিশ্ববিদ্যালয়গুলিতে, মুখ্যমন্ত্রী ধৈর্য দেখাচ্ছেন’। রাজ্যপালকে কড়া বার্তা ব্রাত্য বসুর। বৃহস্পতিবারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, তাঁর নিয়োগ করা অনেক উপাচার্যকে উচ্চশিক্ষা দফতরের একাধিক আধিকারিক হুমকি দিয়েছিলেন। সেই চাপেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। রাজ্যাপালের দাবি, কয়েকজন উপাচার্যই তাঁকে এই হুমকির কথা জানান। রাজ্যপাল ওই অভিযোগ করার পরই উচ্চশিক্ষা দফতর পাঁচ প্রাক্তন উপাচার্যকে চিঠি দিয়ে রাজ্যপালের অভিযোগ সম্পর্কে জানতে চায়। ১১ সেপ্টেম্বরের মধ্য়ে তাঁদের সেইসব প্রমাণ লিখিতবাবে ইমেলে পাঠাতে বলা হয়েছে।