দেশ

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হল শনিবার৷ ৩১৭ কোটি টাকার স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার রাতভর চরম টানাপড়েনের পর শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাঁকে গ্রেফতার করে৷ আটক করা হয়েছে তাঁর ছেলে নারা লোকেশকেও৷ পুলিশ সূত্রে খবর, দু’ বছর আগে এই দুর্নীতি মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷ শনিবার গভীর রাতে তদন্ত আধিকারিকরা পৌঁছন নান্দিয়ালে৷ গ্রেফতারির পরোয়ানা দেওয়া হয় চন্দ্রবাবুকে৷ কিন্তু তেলুগু দেশম পার্টির সমর্থকদের তীব্র প্রতিবাদে সে সময় গ্রেফতার করা সম্ভব হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ চন্দ্রবাবু নিজেও অভিযোগ করেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হচ্ছে৷ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তাঁর দলীয় কর্মী সমর্থকরা৷ অন্যদিকে টিডিপি-র মুখপাত্রের দাবি, গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন চন্দ্রবাবু নায়ডু৷ ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বর্তমান সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এনে গত বছর থেকে জেলাভিত্তিক যাত্রা করে আসছেন চন্দ্রবাবু। কিন্তু তাঁর কর্মসূচি ঘিরে একাধিক দুর্ঘটনা এবং অশান্তির ঘটনা ঘটেছে।