কলকাতা

রাজ্যে ফের প্রাথমিকের টেট, দিন ঘোষণা করল পর্ষদ

চলতি বছরের টেট পরীক্ষা ১০ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ঘোষণা করেছেন, ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু। ২০২২ সালে শেষ টেট পরীক্ষা হয়। ২০২৩ সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট হবে ১২টা থেকে ৩টে পর্যন্ত। গত বছরের মতোই বিধিনিষেধ থাকবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।  পর্ষদের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে টেটের রেজিস্ট্রেশন। পর্ষদ সভাপতি জানান, টেট আর নিয়োগ আলাদা। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে টেট পাশ করলেই সঙ্গে সঙ্গে নিয়োগ হবে, এমনটা নয়। নিয়োগের একটা প্রক্রিয়া আছে। পাশাপাশি তিনি জানান, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়েছে। প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ছাড়পত্র মিলেছে। আশা করা হচ্ছে, সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র মিলবে। তারপরই নিয়োগ করা যাবে। সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে। যাঁরা বিএড করেছেন, তাঁরা টেট পরীক্ষায় বসতে পারবেন না বলেও এদিন জানিয়েছেন পর্ষদ সভাপতি।