গাড়ির জন্য ৬টি এয়ারব্যাগ বাধ্যতামূলক বলে যে নিয়ম জারির সিদ্ধান্ত নেবে বলে এগোয় কেন্দ্রীয় সরকার, তা আপাতত স্থগিত। অর্থাৎ চার চাকার গাড়ির জন্য এই মুহূর্তে ৬টি করে এয়ারব্যাগ লাগবে না বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। ২০২২ সালের সেপ্টেম্বরে মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর জোর জল্পনা শুরু হয়। ওই ঘটনার পর চার চাকার গাড়ির ৬টি করে এয়ার ব্যাগ রাখার সিদ্ধান্তের পথে এগোয় কেন্দ্র। নয়া নিয়ম লাগু না হলেও, তা নিয়ে চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী জানান, চার চাকার গাড়ির জন্য এই মুহূর্তে ৬টি করে এয়ার ব্যাগ থাকা বাধ্যতামূলক করা হচ্ছে না।