কয়লা পাচার কাণ্ডে মূল চক্রী অনুপ মাজি ওরফে লালাকে ফের তলব করল ইডি। বুধবার দিল্লিতে ইডি অফিসে অনুপ মাজিকে তলব করা হয়েছে। এর আগে বহুবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি বারেবারে হাজিরা এড়িয়ে যান। শুধু একবার সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। তাই তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। ইডি সূত্রে খবর, এবারও হাজিরা এড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সংস্থা।২০২১ সালের এপ্রিল মাসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনুপ মাজি। পুরুলিয়ার বাসিন্দা অনুপ মাজি বিভিন্ন কয়লা খনি থেকে কয়লা পাচারের ক্ষেত্রে অন্যতম বড় মাথা ছিলেন। যার প্রমাণ রয়েছে ইডি, সিবিআইয়ের হাতে। তবে ওই টাকা কোথায় কোথায় বণ্টন করা হতো, সেসব সম্পর্ক বিস্তারিত তথ্য হাতে পেতে লালাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছে ইডি।