৩৬ বছরের তরুণীর পচাগলা দেহ উদ্ধার বন্ধ ফ্ল্যাট থেকে। তরুণী বিবাহ বিচ্ছিন্না। তাঁর অস্বাভাবিক মৃত্যুর পিছনে লিভ ইন পার্টনার ও তার বান্ধবীর যোগ রয়েছে বলেই পুলিশের অনুমান। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ভিওয়ান্ডি জেলায়। গত ১১ মাস ধরে এই ফ্ল্যাটেই থাকতেন তরুণী। সোমবার রাতে তরুণীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হতেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা। ফ্ল্যাটের রান্নাঘর থেকে তরুণীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গলা কেটে তরুণীকে খুন করা হয়েছে। গত তিন থেকে চারদিন আগেই খুনের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই তাঁর লিভ ইন পার্টনার পলাতক। সেই খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে অনুমান পুলিশের।