নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আজ, বুধবার সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎসস্থল ছিল ক্রাইস্টচার্চ থেকে ১২৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কম্পনটি অনুভূত হয় অকল্যান্ড দ্বীপ পর্যন্ত। প্রায় ১৫ হাজার মানুষ এটি অনুভব করেছেন। কেঁপে ওঠে এলাকার বহু বাড়ি-ঘর। ভয় পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। জারি হয়নি সুনামির সতর্কতাও। চলতি বছরে এটিই সবচেয়ে তীব্র ভূমিকম্প নিউজিল্যান্ডে। প্রসঙ্গত, ২০১১ সালে নিউজিল্যান্ডে বড়সড় ভূমিকম্প হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৮৫ জনের। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩।