কলকাতা

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজও বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির একাধিক স্পেল চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। উত্তর, পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। ওড়িশা উপকূলের খুব কাছে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত মৎস্যজিবিদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক নিষেধাজ্ঞা।