বিজেপি সাংসদ রমেশ বিধুরি শুক্রবার চন্দ্রযান-৩ মিশন নিয়ে আলোচনার সময় লোকসভায় বিএসপি নেতা দানিশ আলীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। বিজেপি সাংসদ রমেশ বিধুরি লোকসভায় বিএসপির দানিশ আলিকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছেন। বিধুরির এই মন্তব্য বাতিল করা হয়েছে। বিধুরী যখন দানিশ আলীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছিলেন, তখন তার দলের সহকর্মী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে হাসতে দেখা যায়। বিধুরীর বক্তব্যের সময় স্পিকারের চেয়ারে ছিলেন কংগ্রেস নেতা কোডিকুনাল সুরেশ। তিনি সবাইকে বসতে বলছিলেন দেখা গিয়েছে এবং বিধুরীকে থামতে বলছেন। বিধুরি চিৎকার করে বলেই চলেছেন, ‘বাহার ফেকো ইস মোল্লাকো’। তাঁর মন্তব্য, বিরোধী সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই ঘটনার পরেই বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিল তারা। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লা বিধুরির সাথে কথা বলেছেন এবং তাঁর এই হেন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। স্পিকার বিধুরীকে তার ভাষার মর্যাদা বজায় রাখতে বলেন। যদিও বিধুরী সংসদে যা ঘটেছে সে বিষয়ে মন্তব্য করতে চান না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভায় বিধুরির আলির বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমি আপনাকে এখানে এবং এখন জিজ্ঞাসা করছি – আপনি রমেশ বিধুরির বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন?’