কাবেরী জলবণ্টন ঘিরে বিতর্ক তুঙ্গে দুই রাজ্যে। দীর্ঘদিন ধরে কাবেরীর জল ঘিরে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিবাদ চলছেই। এর মধ্যে গত কয়েকদিন ধরেই প্রতিবাদে সামিল হয়েছে কৃষক সংগঠনগুলো। মঙ্গলবার তিরুচিরাপল্লীতে তামিলনাড়ুর একদল কৃষক কর্ণাটক সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। প্রতিশ্রুতি মতো শীঘ্রই কর্ণাটক থেকে রাজ্যে কাবেরীর জল ছাড়ার দাবি জানিয়েছেন তাঁরা। কর্ণাটক ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে এদিন মুখে মরা ইঁদুর নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছে কৃষকদল। অন্যদিকে তামিলনাড়ুকে কাবেরীর জলের বিরাট অংশ দেওয়ার অভিযোগে কর্নাটকে জোড়া বন্ধের ডাক দিয়েছে সে রাজ্যের কৃষক সংগঠনগুলি। মঙ্গলবার রাজধানী বেঙ্গালুরু এবং শুক্রবার গোটা কর্নাটকে বন্ধের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বন্ধের কারণে স্তব্ধ বেঙ্গালুরুর পথঘাট। এই পরিস্থিতিতে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, ‘কাবেরী জলবণ্টন কমিটির বৈঠক চলছে। তামিলনাডুর মানুষদের দাবি ১২ হাজার ৫০০ কিউসেক জল। বর্তমানে আমাদের যা পরিস্থিতি, তাতে ৫ হাজার কিউসেক জলও দিতে পারব না। কারণ সেই পরিমাণ জল আমাদের নেই।’