এবার ইডির সমন পেলেন রণবীর কাপুর। একটি অনলাইন বেটিং মামলায় নাম জড়িয়েছে অভিনেতার। আগামী ৬ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে। সূত্রের খবর অনুযায়ী এই অনলাইন বেটিং অ্যাপটির প্রচার করতেন রণবীর। জানা যাচ্ছে, অনলাইন বেটিং কাণ্ডে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ৬ অক্টোবর তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, রণবীর কাপুর একটি সাবসিডিয়ারি অ্যাপের প্রচার করেছিলেন, যা মহাদেব বুক অ্যাপ প্রোমোটারদেরও প্রচার করে। সূত্রের খবর, প্রোমোশনের জন্য নগদ টাকা নিয়েছিলেন অভিনেতা। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম মহাদেব বুক অ্যাপের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ও পুলিশ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোগাড় করা কিছু ডিজিটাল নথি অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছিল, যেখানে হোটেল বুকিংয়ের জন্য ৪২ কোটি টাকা নগদে দেওয়া হয়েছিল। মহাদেব অনলাইন বেটিং কাণ্ডের যে তদন্ত চলছে, সেখানে বলিউডের আরও কয়েকজন শীর্ষ অভিনেতা ও গায়ককে তলব করতে পারে তদন্তকারী সংস্থা।