মঙ্গলবার দিল্লির কৃষিভবন রাত পর্যন্ত ছিল উত্তাল৷ আর তা নিয়েই এ বার মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ স্পষ্টতই তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে৷ বললেন, ‘মোদি সরকার অভিষেক বন্দোপাধ্যায়কে কেন এত ভয় পাচ্ছে? যে ভাবে বিজেপি বাংলায় পরাস্ত হয়েছে। মোদি-শাহ নাকানিচোবানি খেয়েছে। সংগঠন ওদের ছিল না। আরও তলানিতে গেছে, এটাই আসল রাগ। সেই রাগের ফলশ্রুতি।’ অর্থাৎ রাজনৈতিক ভাবে পর্যুদস্ত বিজেপি তৃণমূলের আন্দোলনের উপর জোর-জুলুম করছে এই রাগের কারণেই, তেমনই অভিযোগ ফিরহাদের৷ তিনি আরও বলেছেন, ‘অভিষেক ইন্ডিয়া জোটের সদস্য। তাঁর বার্তা ছড়িয়ে গেলে মোদিবাবুর চেয়ার থাকবে না। রাজনীতি করতে হলে সরাসরি আমাদের সঙ্গে করুন। বাড়ির লোককে টানছেন কেন? কাপুরুষ এরা। মোদি সরকার এটাই করছে। মানসিকভাবে অভিষেক বন্দোপাধ্যায়কে ভাঙার চেষ্টা করছে। ওই পরিবারের মানসিক শক্তি অনেক বেশি।’ সম্প্রতি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ আগামী ৯ অক্টোবর ও ১১ অক্টোবর যথাক্রমে দু’জনকে তলব করা হয়েছে৷ সেই নিয়েই মত প্রকাশ করেন ফিরহাদ৷