বৃহস্পতির কলকাতায় জোড়া মিছিল। এক মিছিলের গন্তব্য সিজিও কমপ্লেক্স, অন্য মিছিলের অভিমুখ রাজভবন। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগেও বহুবার সুর চড়িয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের সাধারণ মানুষের ১০০ দিনের কাজে বকেয়া টাকা আদায়ের জন্য ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দেশের রাজধানীতে কর্মসূচির পর এবার গন্তব্য রাজভবন। জেলা থেকে বহু মানুষ আজ সকাল থেকেই এসে উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র ভবন চত্বরে। বাঁকুড়া থেকে বারাসাত, হাওড়া থেকে হাড়োয়া বৃষ্টি মাথায় নিয়েই কর্মী সমর্থকেরা কলকাতায় হাজির হয়েছেন অভিষেকের ডাকা রাজভবন চলো কর্মসূচিতে পা মেলাতে। রবীন্দ্র সদন থেকে জওহরলাল নেহেরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে হয়ে মিছিল যাচ্ছে রাজভবনের দিকে। শহরে একই দিনে দুটি মিছিল থাকায় জায়গায় জায়গায় ব্যাপক যানজট তৈরি হয়েছে, বেলা বাড়তেই ভিড় বেড়েছে মেট্রোতেও। কর্মী সমর্থকেদের একটা অংশ কিছুক্ষণ আগেই রাজভবনের মূল ফটকের কাছে পৌঁছে গিয়েছে। মিছিলে রয়েছেন একগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপস্থিত হয়েছেন খোদ অভিষেক ব্যানার্জি। বিপুল জনস্রোত নিয়ে অভিষেক এগিয়ে চলেছেন রাজভবনের দিকে।