সামনেই ছত্তিশগড় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটমুখী এই রাজ্য প্রচারে ঝড় তুললেন রাহুল গান্ধী। শনিবার সেখানে জনসভা থেকে রাহুলের প্রতিশ্রুতি, কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের সমস্ত ঋণ মকুব করে দেওয়া হবে। পাশাপাশি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বলেও আক্রমণ শানান কংগ্রেস সাংসদ। ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরে একটি নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী বলেন, ‘BJP কৃষকদের ঋণ মকুব করতে পারবে না। ওরা কেবল আদানির ঋণ মকুব করতে পারে। আমরা বলেছিলাম ঋণ মকুব করা হবে এবং তা করে দেখিয়েছি। আবার প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতায় এলেই ছত্তিশগড়ে কৃষকদের ঋণের বোঝা মাথা থেকে নামিয়ে দেওয়া হবে।’রাহুলের আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন ১৫ লাখ টাকা করে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন। কিন্তু, সেই ভুয়ো প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি যা বলি তাই করি।’ কংগ্রেস সাংসদের অভিযোগ, BJP কৃষকদের টাকা আদানি গ্রুপকে বিলিয়ে দিচ্ছে। হাতে গোণা দুই থেকে তিনজন শিল্পপতিই লাভবান হচ্ছেন দেশে। রাহুলের কথায়, ‘আপনি দেখুন সরকার এমন পদক্ষেপ গ্রহণ করছে, যাতে কেবল ধনীরাই লাভবান হয়। গরিবদের কোনও উন্নতি হয় না। আমাদের সরকার কিন্তু কৃষক, শ্রমিক এবং গরিব মানুষের পাশে দাঁড়ায়। BJP সরকার কেবল বড় বড় কথা বলে কিন্তু, শেষ পর্যন্ত পাশে থাকে শুধু আদানিদের।’ছত্তিশগড়ে ক্ষমতায় এলে কেবলমাত্র কৃষকদের ঋণ মকুবই নয়, রাহুল গান্ধী বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করারও প্রতিশ্রুতি দেন। স্কুল এবং কলেজ স্তরে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করার সুবিধার কথা শোনা যায় সাংসদের মুখে। সোনিয়া পুত্রের কথায়, ‘আমরা একটা বড় পদক্ষেপ নেব। এই প্রকল্পের নাম দেওয়া হবে কেজি টু পিজি। অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। কাউতে এক পয়সাও দিতে হবে না।’