দেশ

মহাদেব বেটিং অ্যাপের ৫০৮ কোটি টাকা নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইডি-র

ভোটমুখী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম এবার জড়াল মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে।  বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার জন্য় ইডি-র জেরার মুখে পড়েছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মার মতো বলিউডের তারকারা। বাদ গেলেন না কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। ইডি-র তরফে বিবৃতিতে উল্লেখ, মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে যে সংস্থার মাধ্যমে টাকা পাঠানো হত, সেই সংস্থার এক ব্য়ক্তি ধরা পড়েছে। নাম, অসীম দাস।  ছত্তিশগড়ে কংগ্রেসকে টাকা দেওয়ার জন্য আরব থেকে তাঁকে পাঠানো হয়েছিল ভারতে। ধৃতের কাছ থেকে নগদ ৫ কোটি ৩৯ লক্ষ টাকাও পাওয়া গিয়েছে।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অসীমের ফোনের ফরেনসিক পরীক্ষা ও শুভম সোনির পাঠানোর একটি ইমেল পরীক্ষা করে জানা গিয়েছে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী  ভুপেশ বাঘেল নিয়মিত টাকা পাঠানো হয়েছে।  এদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও। তাঁর দাবি, ভোটের আগে প্রত্যাশিত রাজনীতি করছে। ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।