দেশ

শুধু দিল্লি নয়, বায়ু দূষণ রোধে সারা দেশেই বাজি ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা সুপ্রিমকোর্টের

কেবলমাত্র দিল্লি বা এন সি আর এলাকা নয়, গোটা দেশ জুড়েই দিওয়ালির মরশুমে বাজি ক্রয়-বিক্রয় এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। মঙ্গলবার এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সঙ্গে দেশের শীর্ষ আদালতের মন্তব্য, ‘দিল্লির বিষাক্ত বাতাস মানুষের স্বাস্থ্যের হত্যা করছে।’সুপ্রিমকোর্ট তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছে, আতশবাজি ফাটানোর বিরুদ্ধে  জারি করা নির্দেশগুলি কেবল দিল্লি-এনসিআরের জন্য নয়, সমস্ত রাজ্যের জন্যও জারি থাকবে।আদালত আরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলিকে বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে। বিচারপতি এ.এস.বোপান্না এবং বিচারপতি এম.এম. সুন্দ্রেশ এর বেঞ্চ ভারতে আতসবাজি বিক্রি, ক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করার জন্য দায়ের করা পিটিশনের একটি ব্যাচের শুনানি করছিলেন।এই আবেদনকারী রাজস্থান রাজ্যের জন্য আবেদন করেছিলেন যাতে পূর্বের আদেশগুলি সরাসরি বাস্তবায়নের জন্য শীর্ষ আদালত সেই আদেশ বলবৎ রাখেন তাঁর জন্য।মাত্রাতিরিক্ত দূষণ এবং AQI বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে ওঠা একটি মামলার শুনানিতে মঙ্গলবার অনেকগুলি পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতির বেঞ্চ। এর আগেও দেশের শীর্ষ আদালত দীপাবলি উপলক্ষে বাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। কোনওভাবেই বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, ‘দূষণ রোধ করা কেবলমাত্র কোর্টের দায়িত্ব নয়। একটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা সকলের দায়িত্ব।’