চলতি মাসেই শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ‘আশা করি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানবেন’, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বার্তা দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ‘আশা করি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানবেন’, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বার্তা দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যের সংবিধানিক প্রধান রাজ্য়পাল। বিধানসভায় যখন কোনও বিল হয়, তখন অনুমোদনের জন্য় সেই বিল পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। এরপর রাজ্যপাল যদি স্বাক্ষর করেন, তাহলে বিল আইনে পরিণত হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের কাছে ২২টি বিল আটকে। বিল আটকে রাখার এক্তিয়ার নেই। সুপারিশ থাকলে ফেরত পাঠাতে পারেন। আগের থেকে এই রাজ্যপালের কাছে বেশি বিল আটকে’। স্পিকারের আরও বক্তব্য, ‘উনি অনেক লোক নিয়োগ করছেন। খসড়ায় ত্রুটি-বিচ্যুতি দেখতে লোক নিয়োগ করা উচিত। সংশয় থাকলে আমাদের মতামত নিতে পারেন। জনগণের জন্য বিধানসভা বিল পেশ হয়। রাজ্যপালকে তার মর্যাদা দিতে হবে’।