দেশ বিদেশ

শ্রীলঙ্কায় ভয়াবহ ভূমিকম্পের মাঝে কাঁপল লাদাখের কার্গিল

গত বৃহস্পতিবার থেকে ধারবাহিকভাবে আইসল্যান্ডে ভূমিকম্প হচ্ছে। গতকালও আইসল্যান্ডে ২৫০টি-র মত ভূমিকম্প হয়। গত পাঁচ দিনে আইসল্যান্ডে দু হাজারের কাছাকাছি ভূমিকম্প হয়েছে। এরই মধ্যে আজ, মঙ্গলবার দুপুরে ভয়াবহ ভূমিকম্প হল শ্রীলঙ্কায়। পাশাপাশি ছোটমাপের ভূমিকম্প হল ভারতের লাদাখের কার্গিলেও।মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কা কেঁপে উঠল ৬.২ মাত্রার বড় ভূমিকম্পে। আর কার্গিলে কম্পেনর মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে খবর, লাদাখের পশ্চিম কার্গিলের ৩১৪ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ৬.২ মাত্রার বড় ভূকিম্পের পর কলম্বোতে স্থানীয় মানুষরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।