দেশ

প্রয়াত ওবেরয় গ্রুপের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয়

প্রয়াত ওবেরয় গ্রুপের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয়। মঙ্গলবার, ১৪ নভেম্বর সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪। ভারতের হোটেল এবং হসপিট্যালিটি ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছিল তাঁর হাত ধরেই। বলা হয়, দেশের হোটেল ব্যবসা এবং হোটেলে আতিথেয়তার বিষয়ে তিনি সূচনা করেছিলেন এক নতুন অধ্যায়ের। ১৯২৯ সালের ৩রা ফেব্রুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন বিকি নামে। দার্জিলিং-এর সেন্ট পলস স্কুল থেকে অধ্যয়ন শেষ করার পর সুইজারল্যান্ডের লুসান থেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে স্নতক সম্পন্ন করেন। বাবার মৃত্যুর পর ২০০২ সালে ইআইএইচ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ওবেরয় গ্রুপকে দিনে দিনে দেশের বাইরে ছড়িয়ে দেন তিনি। দেশের একাধিক পর্যটন কেন্দ্রে হোটেল খোলার পাশাপাশি মিশর, ইন্দোনেশিয়া সহ বিশ্বের একাধিক জায়গায় ওবেরয় হোটের মধ্যে দিয়ে আন্তর্জাতিক জায়গায় নাম খোদাই করে ওবেরয়। হসপিট্যালিটিতে অবিস্মরণীয় এবং ব্যতিক্রম কৃতিত্বের জন্য ২০০৮ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয়।