দেশ

ছটপুজো উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

ছটপুজো উপলক্ষে দুই ডিভিশন অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলে ব্যাপকভাবে বেড়েছে টিকিটের চাহিদা । তাই যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করতে প্রতিদিন দুই ডিভিশনেই একাধিক রুটে ঘোষণা করা হচ্ছে বিশেষ ট্রেনের । এবার একগুচ্ছ স্পেশাল পরিষেবার ঘোষণা করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে । এর আগেই দুই ডিভিশন থেকে জানানো হয়েছিল, এইবার টিকিটের চাহিদা এতই বেশি যে অনেক ক্ষেত্রে যাত্রীদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না । কারণ ছটপুজো উৎসব বিহার-সহ উত্তর ভারতে স্বারম্ভরে পালন করা হয় । তাই অনেকেই রাজ্য থেকে নিজ নিজ বাড়িতে গিয়ে আত্মীয় পরিজনদের সঙ্গে পার্বণ পালন করতে চান ।দক্ষিণ পূর্ব রেল ডিভিশনে ছটপুজোর জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ৷

স্পেশাল ট্রেনগুলি হল:

🔴 06079 তাম্বারাম-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ৷ এটি তাম্বারাম থেকে ২২ নভেম্বর বেলা ১টার সময় ছাড়বে । ট্রেনটি পরের দিন সন্ধ্যে ৮ টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ অন্যদিকে 06080 সাঁতরাগাছি-তাম্বারাম স্পেশাল ট্রেনটি ২৩ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল ৯টা ৩৫ মিনিটে তাম্বারামে পৌঁছাবে৷ আপ ও ডাউন লাইনে ট্রেনটি খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড, পালাসা, ভিজিয়ানগরম, দুভাদা, সামলকোট, রাজমুন্দ্রি, বিজয়ওয়াড়া, গুডুর এবং চেন্নাই এগমোর স্টেশনে থামবে ।

🔴 06053 তাম্বারাম-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন ৷ এটি ২১ নভেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে তাম্বারাম থেকে ছাড়বে এবং তৃতীয় দিন ভোর ৩টে ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ৷ অন্যদিকে 06054 সাঁতরাগাছি-তাম্বারাম স্পেশাল সাঁতরাগাছি থেকে ২৩ নভেম্বর ভোর ৫টায় ছেড়ে পরের দিন বেলা ১১টায় তাম্বারামে পৌঁছবে ৷ এই স্পেশাল ট্রেনটি খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড, পালাসা, দুভভাদা, সমলকোট, রাজমুন্দ্রি, বিজয়ওয়াড়া, গুদুর এবং চেন্নাই এগমোর স্টেশনে থামবে ।

🔴 08105 রাঁচি-জয়নগর স্পেশাল এই ট্রেন ৷ এটি ১৮ নভেম্বর রাঁচি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে পরের দিন বেলা ৩টে ৩০মিনিটে জয়নগর পৌঁছবে ৷ অন্যদিকে 08106 জয়নগর-রাঁচি স্পেশাল জয়নগর থেকে ১৯ নভেম্বর বিকেল ৫টায় ছেড়ে পরের দিন সকাল ৯টায় রাঁচিতে পৌঁছবে ৷ এই বিশেষ ট্রেনটি আপ ও ডাউন লাইনে মুড়ি, ঢালিদা, বোকারো স্টিল সিটি, ধানবাদ, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা এবং মধুবনিতে থামবে ।

🔴 08183 শালিমার-সীতামারি স্পেশাল ট্রেন ৷ এটি ১৯ নভেম্বর শালিমার থেকে রাত ৯টা ৫৫ মিনেটে ছেড়ে পরের দিন সকাল ১০টায় সীতামারি পৌঁছবে । অন্যদিকে 08184 সীতামারি শালিমার স্পেশাল ট্রেনটি সীতামারি থেকে ২০ নভেম্বর বেলা ১১টায় ছাড়বে ৷ একই দিনে রাত ১১টা ৪৫মিনিটে শালিমার পৌঁছবে । এই ট্রেনটি আপ ও ডাউন রুটে আসানসোল, মধুপুর, ঝাঝা, কিউল, বারাউনি, সমস্তিপুর এবং দারভাঙ্গায় থামবে ।

🔴 08181/ 08182 টাটানগর ছাপড়া স্পেশাল ৷ ট্রেনটি ২২ নভেম্বর বেলা ১টা ২০মিনিটে টাটানগর থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন ভোর ৩টেয় সময় ছাপড়া পৌঁছবে ৷

🔴 অন্যদিকে 08182 ছাপড়া স্পেশাল ট্রেনটি ২৩ নভেম্বর ছাপড়া থেকে ছাড়বে এবং টাটানগর পৌঁছবে রাত ৮টা ৪৫ মিনিটে । এই ট্রেনটি আপ ও ডাউন লাইনে কান্দ্রা, চান্দিল, পুরুলিয়া, আনারা, জয়চণ্ডী পাহাড়, বার্নপুর, আসানসোল, জামতারা, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, শাহপুর পাটোরি এবং হাজিপুরে উভয় দিকে থামবে । তবে 08182 ছাপড়া-টাটানগর স্পেশাল ট্রেনটি কান্দ্রায় থামবে না । অন্যদিকে ঘন কুয়াশা থাকার জন্য দক্ষিণ পূর্ব রেল শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷

বাতিল ট্রেনগুলির তালিকা

🔴 12873 হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে
🔴 12874 আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে
🔴 22857 সাঁতরাগাছি আনন্দ-বিহার এক্সপ্রেস ৪ ডিসেম্বর থেকে পরের বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে
🔴 22858 আনন্দ বিহার-সাঁতরাগাছি এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে পরের বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে
🔴 18103 টাটানগর-অমৃতসর এক্সপ্রেস ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে
🔴 18104 অমৃতসর-টাটানগর এক্সপ্রেস ৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে