দেশ

স্কুলে মিড-ডে মিল রান্নার সময় গরম সাম্বারের কড়াইয়ে পড়ে মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর

কর্ণটকের স্কুলে মিড-ডে মিল রান্নার সময় গরম সাম্বারের কড়াইয়ে পড়ে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে কর্ণটকের একটি স্কুলে। ৪০ লিটারের ফুটন্ত সাম্বারে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। দেহের ৪০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।