কলকাতা

আমাদের কাছে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা বিনিয়োগ এর প্রস্তাব এসেছে, জানালেন মুখ্যমন্ত্রী

এবারের বঙ্গ সম্মেলন থেকে কত টাকার বিনিয়োগ পেল বাংলা। দ্বিতীয় দিন বক্তব্য রাখতে গিয়ে সেই অঙ্কটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারের BGBS-র মোট ১৮৮ মউ সাক্ষর হয়েছে। মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে’। সঙ্গে বার্তা, ‘আপনারা আপনাদের শিল্পপতি ভাই বন্ধুদের বলুন এরাজ্যে বিনিয়োগ করতে। সরকার সব রকম সাহায্য করবে। সুযোগ বার বার আসে না, যে সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগান’। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘শুধু চর্মশিল্পেই দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে তখন শুধু বাংলাতেই ৪০ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে’। এরপরই কেন্দ্রকে নিশানা, ‘আমি একটা জিনিষ কিছুতেই বুঝতে পারছি না কেন আমাদের দেশের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কেন তাঁরা সবসময় ভয়ে ভয়ে থাকেন যে এই বুঝি কোনো এজেন্সি তাদের ঘাড় ধরল’।