বিজ্ঞান-প্রযুক্তি

১ কোটি ৬০ লক্ষ কিমি দূর থেকে রহস্যময়ী বার্তা পেল নাসা

পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা প্রথম থেকেই তা জানতে চেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের পক্ষ থেকে বহুবার মহাকাশে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু উল্টোদিক থেকে কোনও জবাব আসেনি। ব্রহ্মাণ্ডে সেই প্রাণের সন্ধানে এবার দেখা গেল কিছুটা আশার আলো। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা প্রায় ১ কোটি ৬০ লক্ষ ৯৩ হাজার ৪৪০ কিলোমিটার দুর থেকে একটি রহস্যজনক বার্তা পেয়েছেন। লেজার রশ্মীর সমতূল্য সেই বার্তা অন্য কোনও মহাকাশযান থেকে আসতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। তবে কি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব প্রমাণ হতে আর বেশি দেরি নেই! উত্তর জমা রয়েছে সময়ের কাছে।