দেশ

প্রশীক্ষণ চলাকালীন তেলেঙ্গানায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান, নিহত ২

প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।