বিদেশ

ইন্দোনেশিয়ায় ভয়ংকর অগ্ন্যুৎপাত, মৃত্যু ১১ পর্বতারোহী, নিখোঁজ ১২

 ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু ঘটেছে। ঘটনায় নিখোঁজ ১২ জন। সুমাত্রার মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্বতারোহীদের মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে। উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের পর্বত থেকে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আশপাশের গ্রামগুলি ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে যায়। অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকজন পর্বতারোহী মাউন্ট মারাপিতে আটকে পড়েন। তাঁদের খুঁজতে উদ্ধারকারীরা রবিবার রাত থেকেই কাজ করছেন।প্রায় ১২০ জন উদ্ধারকারী এই উদ্ধার-অভিযানে অংশ নিয়েছেন। উদ্ধারকারী সংস্থার তরফে জানানো হয়েছে, অগ্ন্যুৎপাত চলতে থাকায় উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা যাচ্ছে না। আহত ব্যক্তিদের কোনও রকম জরুরি সরঞ্জাম ছাড়াই পর্বত থেকে নীচে নামাতে হচ্ছে।