দেশ

আইএসসি ও আইসিএসই-র পরীক্ষার দিন ঘোষণা

আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ৩ এপ্রিল। আইসিএসই (দশম) পরীক্ষা শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৮ মার্চ। মে মাসেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, এমনটাই জানিয়ে দিল ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন’ (সিআইএসসিই) । দুটি পরীক্ষার ফল-ই মে মাসে প্রকাশ করবে বোর্ড। ২০২৩ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা-ও শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকেই। ফল প্রকাশ-ও হয় মে মাসে। এদিকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। যদিও অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা থাকছে আড়াই ঘণ্টা।