ভূমিকম্প চার রাজ্যে। শুক্রবারে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত, মেঘালয়, তামিলনাড়ূ, কর্ণাটক। শুক্রবার সকাল ৯টা নাগাদ কম্পন অনুভূত হয় গুজরাটের রাজকোটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৯। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে গুজরাটের ভূমিকম্পের কিছুক্ষণ আগেই কম্পন অনুভূত হয় কর্ণাটকের বিজয়পুরায়। ৩.১ মাত্রায় কেঁপে উঠে কর্ণাটকের ওই জেলা। শুক্রবার সয়াক্ল সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে। সেখানেও কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। অন্যদিকে ঘূর্ণিঝড় মিগজাউমের ধাক্কায় বিপর্যস্ত তামিলনাড়ু। এখনও স্বাভাবিক হয়নি সব জায়গার পরিস্থিতি। তার মাঝেই কম্পন। শুক্রবার সকালে ৩.২ মাত্রার কম্পন অনুভূত হয় তামিলনাড়ুর চেঙ্গালপট্টুতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকেই জানানো হয়েছে এই তথ্য।