ছত্তীসগঢ়ের কুর্সিতে বসছেন বিষ্ণু দেও সাই। আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে বিজেপি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে। ১৩ ডিসেম্বর, বুধবার দুপুর ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিষ্ণু দেও সাই। রায়পুরে সায়েন্স কলেজের মাঠে শপথগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তিনবারের মুখ্যমন্ত্রী রমন সিংকে পিছনে ফেলে ছত্তীসগঢ়ের কুর্সিতে বসছেন বিষ্ণু দেও সাই। তবে রমন সিংয়ের জন্যও বিশেষ পদ ধার্য করেছে বিজেপি নেতৃত্ব। ছত্তীসগঢ় বিধানসভার স্পিকার পদে বসতে চলেছেন রমন সিং। তিনি ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩ দফায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার আদিবাসী ভোটের উপর গুরুত্ব দিয়ে এবং মুখ বদলের লক্ষ্যেই বিষ্ণু দেও সাইকে মুখ্যমন্ত্রী পদে বসানো হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই রমন সিংয়ের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দল আমাকে যেমন বলবে, সেটাই করব। আমি যে কোনও দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।”