দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, রিখটার স্কেলে ৫.৫

জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার সহ এই অঞ্চলের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এখন পর্যন্ত প্রানহানির খবর পাওয়া যায়নি। বিকাল ৩ টা ৪৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তাঁরা ২ বার কম্পন অনুভব করেছেন। দ্বিতীয় ধাক্কাটির তীব্রতা প্রথমটির চেয়ে কম ছিল। সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ও অফিস থেকে বেরিয়ে আসেন। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেখানে ভূমিকম্পের উৎসস্থল ছিল, তা হিমাচল প্রদেশের কুল্লুর উত্তর ও উত্তর-পশ্চিমে ১৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের উৎসস্থলের পূর্ব ও উত্তর- ১৭১ কিমি দূরে জম্মু ও কাশ্মীরের কাতরা, ১৯১ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ২০৩ কিমি উত্তরে হিমাচল প্রদেশের মাণ্ডি এবং ২২১ কিমি পূর্বে জম্মু ও কাশ্মীরের রাজৌরি অবস্থিত বলে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে।