২ দিনের জন্য বন্ধ এই হুগলি নদী জলপথ পরিবহণ পরিষেবা। আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এর ফলে অবশ্য যাত্রীরা সমস্যায় পড়েছেন। সকলেই তো আর নিত্যযাত্রী নন। অনেকেই বিষয়টি আগে থেকে জানতেন না। ফলে তাঁরা খুব সমস্যায় পড়ে গিয়েছেন। জেটির বন্ধ কোলাপসিবল গেটের সামনে এসে তাঁরা জানতে চাইছেন, কেন বন্ধ, কতদিনের জন্য বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে যিনি সেখানে উপস্থিত, তিনি যাত্রীদের ঝুলিয়ে রাখা নোটিস দেখতে অনুরোধ করছেন। নোটিসে অবশ্য লেখা বিশেষ কারণে আজ ১৯ ডিসেম্বর থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ পরিষেবা। যদিও, সংশ্লিষ্ট লোকজন মুখে-মুখে বলে দিচ্ছেন যে, ৬ দিন নয়, পরিষেবা বন্ধ থাকবে খুব বেশি হলে ২ দিন, আজ ও আগামীকাল। জানা গিয়েছে, লঞ্চগুলির রক্ষণাবেক্ষণের কারণে এই সিদ্ধান্ত। এবং যেটা জানিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করেছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেড।