বিনোদন

মুক্তি পেল শাহরুখ অভিনীত ডাঙ্কি, ভোর থেকেই সিনেমাহল গুলিতে ভিড়

ইতিমধ্যেই বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে শাহরুখের অভিনীত ডাঙ্কি। ২০ জানুয়ারি রাত থেকেই শাহরুখ ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। পাঠান আর জওয়ানের মতো ভোর থেকেই সিনেমা হলের বাইরে লাগল লাইন। এমনকী, সকাল হতে না হতেই টুইটারে রীতিমতো ট্রেন্ড করছে ডাঙ্কি। শীতের সকালে হলে বসেই সিনেমা নিয়ে রিভিউ দিতে শুরু করে দিয়ছেন কিং খানের ভক্তরা। এর আগে মুন্না ভাই আর থ্রি ইডিয়টস সিনেমায় রাজকুমার হিরানির সঙ্গে কাজের কথা হয়েছিল শাহরুখ খানের। যদিও তা হয়ে ওঠেনি। আর দুটি সিনেমাই হয়েছিল ব্লকবাস্টার হিট। এসবই এখন অতীত। বরং ফোকাসে এসেছে ডাঙ্কি। ছবির ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটমাধ্যমে। যেখানে বন্ধুত্ব, ভালোবাসা, হাসি-তামাশা-র পাশাপাশি ভরপুর দুঃখেরও আভাস পেয়ে গিয়েছেন দর্শকরা। আর তাই এরকম একটা সিনেমায় শাহরুখ খানকে দেখার সুযোগ কেউই যেন আর মিস করতে চাইছেন না।