পাঠান ও জওয়ান-এর দুরন্ত বক্স অফিস সাফল্যের পরে শাহরুখ খান বলেছিলেন এই দুটো ছবি তিনি দর্শকের জন্য করেছেন কিন্তু এর পরের ছবি তথা ‘ডাঙ্কি’ তিনি করেছেন নিজের জন্য। কেন সে কথা বলেছিলেন কিং খান, তার আভাস পাওয়া গেছে ডাঙ্কিতেই। প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন রাজকুমার হিরানি। ছবি ঘিরে প্রথমদিন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। এবার এই ছবি প্রদর্শিত হল রাষ্ট্রপতি ভবনে। অভিবাসন ও শরনার্থী সমস্যা নিয়ে এই ছবির চিত্রনাট্য। চাকরির অভাবে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেআইনিভাবেই চলে যায় মধ্যপ্রাচ্যের কোনও দেশে, ইউরোপ বা আমেরিকায়। তবে এখানেই শেষ নয়, সেখানে গিয়ে কীভাবে কাটাতে হয় তাঁদের দিন, কী ধরনের কাজ করতে হয় তাঁদের, সেই কাহিনীই উঠে এসেছে ডাঙ্কির গল্পে। যেহেতু গল্পে রয়েছে সামাজিক ইস্যু। ক্রিসমাসেই ২০০ কোটি পার করল শাহরুখের ডাঙ্কি। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় যে এযাবৎ ডাঙ্কির টোটাল কালেকশন ২১১.১৩ কোটি টাকা। রবিবার প্রযোজনা সংস্থা রেড চিলিজের তথ্য অনুযায়ী ৪ দিনে এই ছবির বিশ্বব্যাপী ব্যবসা হয়েছিল ১৫৭.২২ কোটি টাকা।