কলকাতা

রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

একদিনের সফরে প্রথমবার একসঙ্গে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সোমবার রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছন তাঁরা ৷ তাঁদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব । এদিন ঢাক-ঢোল নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা । ঢাক বাজিয়ে চলে নেতৃত্বকে স্বাগত জানান। কলকাতা বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে । সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শহরে একটি গুরুদুয়ারাতে যাবেন শাহ ও নাড্ডা । একই সঙ্গে কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা তাঁদের । এর পাশাপাশি নিউটনের পাঁচতারা হোটেলেই একাধিক বৈঠক রয়েছে তাঁদের । মঙ্গলবারই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁদের দুজনেরই । ২৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা এমজি রোডের বারা শিখ সংগতে যাবেন । এরপর ১১টা ৩০ মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে দর্শন করতে যাবেন । কালীঘাটের কর্মসূচি শেষ করে মধ্যাহ্নভোজের জন্য ফিরবেন হোটেলে । এরপর বেলা ৩টে নাগাদ ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠকের জন্য রওনা দেবেন । সেখানকার কর্মসূচি শেষ করে তাঁরা পুনরায় হোটেলে ফিরবেন । এরপর হোটেলেই নিজেদের ঘরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন । এরপর ৬টা ১৫ নাগাদ আবার তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন ।