যাদবপুরে সমাবর্তন নিয়ে বিস্ফোরক রাজ্যপাল। যাদবপুরের সমাবর্তনকে বেআইনি বললেন রাজ্যপাল। শুধু তাই নয়, আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথাও রাজ্যপালের মুখে। রাজভবনে একটি অনুষ্ঠানে যাদবপুরের উপাচার্য নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘যাদবপুরে উপাচার্য বিরুদ্ধে প্রচুর অভিযোগ পেয়েছি। উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন তাই তাঁকে সরানো হয়েছে।’ ছাত্রদের শংসাপত্র এখনও পর্যন্ত অবৈধ বলেই তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি কী করা যায় এই বিষয়ে।’ পাশাপাশি তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কারও কারও অবাঞ্ছিত হস্তক্ষেপের জন্য ছাত্ররা ফল ভোগ করবে না। যেহেতু সমাবর্তনটি বেআইনি, তাই ডিগ্রিগুলি বেআইনি বলেও দাবি করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘আচার্য হিসেবে আমি এ ক্ষেত্রে মামলা করতে পারি এবং জিতেও যেতে পারি৷ কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়’, মন্তব্য রাজ্যপালের। ভয় হীন ভাবে আমি আমার ক্ষমতা ব্যবহার করব কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি চাইনি যে উত্তেজিত উপাচার্য ডিগ্রি দিক তাই আমি অনুমতি দিই নি। যা করেছি তা ঠিক করেছি বলেও এদিন মন্তব্য করেন রাজ্যপাল। এ দিকে রাজ্যপালকে পাল্টা জবাব দিলেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি বললেন, “তাহলে উনি কি এটাই প্রমাণ করতে চাইছেন বিশ্ববিদ্যালয়ের কোর্ট ভুল সিদ্ধান্ত নিল? বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা। এই কোর্টের সদস্য প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধানরা। তাহলে কী সবাই ভুল সিদ্ধান্ত নিলেন? সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। উনি এই ধরনের কথা কেন বললেন জানি না। উনি সমাবর্তনের ব্যাপারে জানতেন। ওঁকে তো সবই জানানো হয়েছিল। ‘