বিদেশ

ইরানে জোড়া বিস্ফোরণ, মৃত ৭৩, জখম ১৭০

ইরান পর পর দু’টি বিস্ফোরণে মৃত্যু অন্তত ৭৩ জনের। জখম প্রায় ১৭০। বুধবার ঘটনাটি ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানে। জানা গিয়েছে, ২০২০ সালে মার্কিন ড্রোন হানায় নিহত সুপ্রিম কমান্ডার কাসেম সোলেমানির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিপুল জনসমাগম হয়। ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোলেমানির সমাধিস্থলের কাছে দুপুর ৩টে ৪ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেই অভিঘাত কাটতে না কাটতেই, ১৩ মিনিটের মাথায় দ্বিতীয় বিস্ফোরণে কেঁপে ওঠে কেরমান। এই হামলার কারণ জানা যায়নি। তবে নেপথ্যে জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি প্রশাসনের। ইরানের আপৎকালীন পরিষেবার মুখপাত্র বাবাক ইয়েকটাপারাস্ট জানান, সোলেমানির সমাধিস্থলে যাওয়ার পথে একের পর এক গ্যাস ক্যানের বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে নিহতের দেহাংশ। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা। কেরমান প্রদেশ রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লাহ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, হামলার পরেই আমাদের উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে পৌঁছে দিতে তৎপর হয়। কিন্তু অনেকক্ষেত্রেই রাস্তায় আটকে পড়তে হয়।